কম্পিউটারের গতি বাড়ানোর ৫ টি উপায়

এই পোস্টে আমরা কম্পিউটারের গতি বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করব। আপনার যদি একটি কম্পিউটার থাকে আর তা যদি স্লো হয় তাহলে এই টিউনটি পড়ুন এবং কম্পিউটারের গতি বাড়ানোর উপায়গুলো কাজে লাগান/ প্রয়োগ করুন।


কম্পিউটারে বর্তমানে সবার নিকট অতি প্রয়োজনীয় একটি ইলেক্ট্রনিক গ্যাজেড। আপনি যেহেতু এই পোস্টটি পড়ছেন তাহলে আমি ধরে নিতে পারি আপনার নিশ্চয়ই একটি কম্পিউটার রয়েছে। কম্পিউটারে কাজ করার সময় তা ধীর গতিতে কাজ করলে অনেক বিরক্ত লাগে। কম্পিউটারের গতি কমে যাওয়ার অনেক কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম দুইটি কারণ হচ্ছে –
  1. লো কনফিগারেশন কম্পিউটার
  2. অনেক পুরনো কম্পিউটার

যাই হোক না কেন! কম্পিউটারের গতি বাড়ানো নিয়ে এই পোস্ট তাই পোস্টের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক।

কম্পিউটারের গতি বাড়ানোর উপায়

অনেক কয়েকটি উপায় থাকলেও আমরা এই পোস্টে শুধুমাত্র ৫ টি উপায় জানব। কেননা এই ৫ টি উপায়ই হলো আসল উপায় কম্পিউটারের গতি বাড়ানোর জন্য।

অপারেটিং সিস্টেম

কম্পিউটারের জন্য অনেক কয়েকটি অপারেটিং সিস্টেম থাকলে আমরা সবাই বেশীরভাগ লোকেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে বেশী পরিচিত। তাই আমি ধরে নিতে পারি আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। উইন্ডোজ অপারেটিং যদি ব্যবহার করে থাকেম তাহলে আপনি কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী উইন্ডোজ ভার্সন ইন্সটল করুন। উইন্ডোজ আপারেটিং সিস্টেমে যদি ভালো পারফর্মেন্স না পান তবে লিনাক্স আপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এটি অবশ্যই উইন্ডোজের চেয়ে অনেক ভালো পারফর্মেন্স দেবে বলে আমি আশা করছি।

আরো পড়ুনঃ ক্যামটাসিয়া সফটওয়্যারের ৫০ টি সিরিয়াল কি ফ্রি ডাউনলোড করে নিন

উইন্ডোজ ১০ বর্তমানে মাইক্রোসফটের লেটেস্ট ভার্সন অপারেটিং সিস্টেম। হয়তো উইন্ডোজ ১১, ১২ ইত্যাদিও আসতে পারে। লেটেস্ট ভার্সন দেখে লাভ নেই আপনি আপনার কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী ওএস ইন্সটল করুন। উইন্ডোজ ১০ যদি আপনি যদি ব্যবহার করে থাকে আর যদি এটিকে একটিভ করতে না পারে তবে উইন্ডোজ ১০ একটিভ করার নিয়ম দেখে নিন।

এসএসডি

এসএসডি ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারের গতি অনেক বাডিয়ে নিতে পারবেন। এসএসডি হলো এক প্রকারের হার্ড ডিস্ক। HDD এবং SSD বাজারে খুব সহজে পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম ইন্সটল ও সফটওয়্যার ইন্সটল এর জন্য এসএসডি ব্যবহার করতে পাররেন।

আরো পড়ুনঃ ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন?

আর যদি NvMe নামে হার্ড ডিস্ক বাজারে পেয়ে যান তবে এই হার্ড ডিস্কটি কিনে নিন। এটি এসএসডি এর চেয়ে আরো ভালো পারফর্মেন্স দিয়ে থাকে।

র‍্যাম

বেশী পরিমাণ র‍্যাম আপনি আপনার কম্পিউটারে লাগিয়ে নিয়ে কম্পিউটারের স্পিড অনেকখানি বাড়িয়ে নিতে পারবেন।

লেটেস্ট ভার্সনের র‍্যাম আপনার কম্পিউটারে ব্যবহার করুন। DDR5 বর্তমানে লেটেস্ট ভার্সনের র‍্যাম। খুব শিঘ্রই হয়ে DDR6 ও রিলিজ হয়ে যাবে।

যাংক ফাইল

কম্পিউটারে টেম্পোরারি ফাইল বা যাংক ফাইলগুলো নিয়মিত কিংবা সাপ্তাহিক পরিষ্কার করুন। এর ফলে আপনার কম্পিউটারের গতি বাড়ানো সম্ভব। এসব ফাইল মুছে ফেলার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করলে যাংক ফাইল মুছে ফেলার পাশাপাশি আরো অনেক ফিচার পাবেন যা আপনার কম্পিউটারের জন্য অনেক কাজ।

খুব সহজে কোন প্রকার সফটওয়্যার ছাড়া যাংক ফাইল মুছে ফেলার জন্য এই পোস্টটি পড়তে পারেনঃ এক ক্লিকে মুছে ফেলুন কম্পিউটারের সকল Junk ফাইল

ভারী সফটওয়্যার

ভারী সফটওয়্যার কম্পিউটারে ইন্সটল ও ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার কম্পিউটারে কনফিগারেশন অনুযায়ী সফটওয়্যার ইন্সটল করুন। অযথা ভারী সফটওয়্যার ব্যবহার করবেন না এর ফলে আপনার কম্পিউটারের স্পিড অনেক কমে যেতে পারে। কম্পিউটারের স্পিড বাড়ানোর জন্য এসব পরিহার করুন।


আশা করছি পোস্টটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এই ধরনের আরো অনেক পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।


Post a Comment

0 Comments