এক ক্লিকে মুছে ফেলুন কম্পিউটারের সকল Junk ফাইল

আমাদের সকলেরই প্রায় ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার আছে। আর এই কম্পিউটারে আমরা অনেক প্রকার কাজ করে থাকি। এই কাজগুলো করতে গিয়ে আমদের কম্পিউটার সিস্টেম নিজে থেকে কিছু Junk ফাইল তৈরি করে ফেলে। যার ফলে হার্ডডিস্কে অপ্রয়োজনীয় ফাইল দিয়ে ভর্তি হয়ে যায়। তাছাড়া এই Junk ফাইলগুলোর কারণে কম্পিউটার অনেক স্লো হয়ে যেতে পারে।

এক ক্লিকে মুছে ফেলুন কম্পিউটারের সকল Junk ফাইল


আর আমরা কেউ চাই না যে আমাদের কম্পিউটার স্লো হয়ে যাক। তাই আমরা অনেকেই আছি যারা এই ফাইলগুলো খুজে ডিলিট করে। যেটা একটু বিরক্তিকর। কিন্তু এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে এক ক্লিকে কম্পিউটারের Junk ফাইল ডিলিট করে দিবেন। যা আপনার বিরক্ত অনেকখানি দূর করে দেবে। আর সাথে আপনার কম্পিউটার ফাস্টও হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক।

যেভাবে এক ক্লিকে কম্পিউটারের Junk ফাইল ডিলিট করবেন

তাহলে আর দেরি কেন? চলেন এক ক্লিকে কম্পিউটারের Junk File মুছে ফেলার পদ্বতি জেনে নেওয়া যাক। সব স্টেপগুলো মনোযোগ দিয়ে পড়বেন।

স্টেপ-১ঃ প্রথমে আপনি আপনার কম্পিউটারে থাকে নোটপ্যাডটি ওপেন করে নিন।

স্টেপ-২ঃ Junk ফাইল রিমুভ করা কোডগুলো পেস্ট করে দিন। সব কোড নিচে পেয়ে যাবেন।

স্টেপ-৩ঃ এবার এই ফাইলটি আমাদেরকে সেভ করতে হবে। তবে সাধারণ উপায়ে সেভ করা যাবে না। সেভ করা আগে ড্রপডাউন থেকে All Files সিলেক্ট করুন। এবার Remove Junk.bat লিখে সেভ করুন।

ব্যাস আপনার কাজ শেষ। এবার নোটপ্যাড বন্ধ করে দিয়ে। তৈরি করা ফাইলটির উপর ডাবল ক্লিক করুন দেখবেন কমান্ড রান হয়েছে। আর Junk ফাইলগুলো রিমুভ হচ্ছে। যদি কমান্ড রান না হয় তাহলে ধরে নিন আপনার ফাইল সেভ করা সঠিক পদ্বতিতে হয়নি।

এখন সেভ করা ফাইলটি আপনার Desktop এ এনে রাখুন। যখন মন চাবে ডাবল ক্লিক করে টেম্প/ Junk ফাইলগুলো মুছে ফেলবেন।

Junk File Remove Code

কোডগুলো সাবধানতার সাথে কপি করে পেস্ট করুন। কোডে কোন প্রকার পরির্তন করবেন না।

cd/COLOR 4AECHO DELETE ALL TEMP FILESC:CD %TEMP%RMDIR/S/Q %TEMP%CD C:\WINDOWS\TEMPRMDIR/S/Q C:\WINDOWS\TEMPCD C:\WINDOWS\PrefetchRMDIR/S/Q C:\WINDOWS\PrefetchCD %TEMP%Del/s/q *.*

আশা করছি পোস্টটি আপনার ভালো লেগেছে। পোস্টটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন। আর সম্ভব হলে পোস্টটি আপনি আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিন।

Post a Comment

0 Comments