কিভাবে একটি ওয়েবসাইট বানাবেন?

আপনি নিয়মিত বিভিন্ন টেকনোলজি সাইটে ভিজিট করেন তাহলে আপনিও হয়তো নিজের একটি ওয়েবসাইট বানাতে চান। কিন্তু, কিভাবে বানাবেন তা আমরা অনেকেই জানি না। এই পোস্টে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটি ওয়েবসাইট বানাতে পারবেন।



ওয়েবসাইট তৈরি করার জন্য অনেকেই সিএমএস ব্যবহার করে থাকে। সিএমএস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ হয়। এছাড়াও ডিরেক্ট হোস্ট করেও ওয়েবসাইট তৈরি করা যায়।

কোন ওয়েবসাইট তৈরির আগে মূল দুইটি জিনিসে দরকার হয়। এগুলো হলো –

  1. হোস্টিং
  2. ডোমেইন

হোস্টিংয়ে আপনার ওয়েবসাইট হোস্ট করে রাখা হয়। আর ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের ঠিকানা হলো ডোমেইন।

তবে, কিছু কিছু সিএমএস/ প্লাটফর্ম আছে যেখানে আপনি হোস্টিং এবং ডোমেইন ছাড়া একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন।

কিভাবে একটি ওয়েবসাইট বানাবেন

আমরা ওয়েবসাইট বানানোর জন্য কোন সিএমএস ব্যবহার করতে পারি। আবার, সিএমএস ছাড়া ডায়রেক্ট হোস্টিংয়ে হোস্ট করে ওয়েবসাইট বানাতে পারবেন।

ডায়রেক্ট হোস্টিংয়ে হোস্ট করে

এই পদ্বতিতে কোন প্রকার সিএমএস ব্যবহার করা হয় না। কোন স্ক্রিপ্ট আপনার ওয়েব সার্ভারে হোস্ট করে এই পদ্বতিতে ওয়েবসাইট বানানো সম্ভব।

ওয়ার্ডপ্রেস

ওয়ার্ডপ্রেস জনপ্রিয় একটি সিএমএস। ব্লগিং থেকে শুরু করে ই-কমার্স সাইট পর্যন্ত যেকোন ওয়েবসাইট এই সিএমএস ব্যবহার করে বানানো সম্ভব। ওয়ার্ডপ্রেসকে আপনি আপনার ওয়েব সার্ভারে হোস্ট করে খুব সহজেই একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। আপনার নিজস্ব হোস্টিং ছাড়া ওয়ার্ডপ্রেসে (WordPress.org) থেকে একটি ওয়েবসাইট বিনামূল্যে বানিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার কোন হোস্টিং এবং ডোমেইনের প্রয়োজন হবে না।

ব্লগার

ফ্রিতে ব্লগ সাইট বানানোর জন্য ব্লগার জনপ্রিয় একটি ব্লগিং প্লাটফর্ম। একটি ব্লগিং এবং পোর্টফলিও ওয়েবসাইট বানানোর জন্য ব্লগার সেরা একটি মাধ্যম। ব্লগারে ওয়েবসাইট বানানোর জন্য আপনার কোন প্রকার হোস্টিং এবং ডোমেইনের প্রয়োজন হবে না। তবে, আপনি চাইলে কাস্টম একটি ডোমেইন ব্লগারে পার্ক করে নিতে পারবেন।

ওয়াপকিজ

অনেকেই হয়তো এই নামটি প্রথম শুনে থাকবেন। আপনি যদি ওয়েবসাইট তৈরিতে নতুন হয়ে থাকেন তাহলে ওয়াপকিজ আপনার জন্য সেরা একটি চয়েজ। বিগেনার হিসাবে আপনি এই প্লাটফর্মটি ব্যবহার করতে পারেন। ব্লগারের মতো এখানে ওয়েবসাইট বানানোর জন্য কোন প্রকার হোস্টিং এবং ডোমেইনের প্রয়োজন পড়বে না। তবে, চাইলে কাস্টম ডোমেইন পার্ক করে নিতে পারবেন।

ব্লগিং এর চেয়ে ওয়াপকিজে ডাউনলোড সাইট বেশি বানানো হয়। ওয়াপকিজে সাইট বানাতে ভিজিট করুনঃ https://www.wapkiz.com/

এই ছিল আজকের পোস্ট। এখন আপনিও আপনার পছন্দমতো একটি ওয়েবসাইট বানিয়ে নিন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ওয়েবসাইট তৈরির জন্য ওয়াপকিজ বা ব্লগারকে বেছে নিন।


Post a Comment

0 Comments