অসাধারণ ৫ টি দরকারী টুলস ওয়েবসাইট

এই পোস্টে আমরা ৫ টি দরকারী টুলস ওয়েবসাইট এর সাথে পরিচয় হব। যে ওয়েবসাইট গুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে এবং আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দেবে।

অসাধারণ ৫ টি দরকারী টুলস ওয়েবসাইট

আমাদের এই ইন্টারনেট দুনিয়ায় কোটি কোটি ওয়েবসাইট আছে যেগুলো নাম আমাদের কাছে অজানা। আর প্রতিনিয়ত অসংখ্য ওয়েবসাইট তৈরী হচ্ছে আমাদের এই ইন্টারনেট দুনিয়ায়। এসকল ওয়েবসাইটের নাম না জানলেও প্রয়োজনের সময় আমরা সার্চ ইজ্ঞিনের মাধ্যমে খুজে ঠিকই সেই সকল ওয়েবসাইট থেকে সেবা গ্রহণ করে থাকি।

video link

কোটি কোটি ওয়েবসাইট থাকলেও আপনাকে যদি কয়েকটি ওয়েবসাইটের নাম বলতে বলি তাহলে আপনি কয়টা ওয়েবসাইটের নাম বলতে পারবেন? একেকটা ওয়েবসাইটের কাজ বা সার্ভিস একেক রকম। তাই আমাদের যখন যার প্রয়োজন পড়ে তখন সেই ওয়েবসাইটে ভিজিট করি।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে এমন কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো আপনার দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজন করে দিব। অর্থাৎ কিছু টুলস ওয়েবসাইটের সাথে।

অনেক টুলস ওয়েবসাইট ইন্টারনেটে আছে। কিন্তু আমরা শুধু ৫ টি টুলস ওয়েবসাইট সম্পর্কে আমরা জানব।

অসাধারণ ৫ টি টুলস ওয়েবসাইট

অসংখ্য টুলস ওয়েবসাইট এর মধ্য থেকে মাত্র ৫ টি ওয়েবসাইট এর সাথে পরিচয় হয়ে নেই এখন।

Remove.bg

Remove.bg আমার পছন্দের একটি ওয়েবসাইট।এই ওয়েবসাইট থেকে খুব সহজে যেকোন ফটো এবং ভিডিও এর ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যায়। এজন্য আপনাকে কিছুই করতে হবে না। আপনাকে শুধু এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ইমেজটি আপলোড করে দিবেন। মুহূর্তের মধ্যে ব্যাকগ্রাউন্ড মুছে আপনার সামনে দেখানো হবে। আপনি চাইলে সেই ছবিটাকে ওই অবস্থায় সেভ করে রাখতে পারেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য কোন ইমেজ বসিয়ে ডাউনলোড করে নিতে পারেন।

আরো পড়ুন

ভিডিও এর ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রেও একই নিয়ম। আর এই ওয়েবসাইট ৯৯% নিখুঁত ফলাফল প্রদর্শন করে। তাহলে আর দেরি কেন এখনি এই ওয়েবসাইটে ভিজিট করুন আর ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখুন কেমন ফলাফল দেয়।

এই ওয়েবসাইটের লিংকঃ

Canva

ক্যানভা একটি গ্রাফিক্স ডিজাইন প্লাটফর্ম। মানে এখান থেকে আপনি অনলানে গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ খুব সহজে করে নিতে পারবেন। অনায়েসে থাম্বমেইলস, আর্ট, ব্যানার ইত্যাদি তৈরি করে নিতে পারবেন। এসব তৈরী করতে আপনাকে প্রফেশনাল হতে হবে না। শুধু ড্রাগ এবং ড্রপ।

আপনি যদি এন্ডয়েড ব্যবহারকারী হয়ে থাকে তাহলে ওয়েবসাইট ব্যবহার না করে প্লে স্টোর থেকে এর অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

ক্যানভা ওয়েবসাইটের লিংকঃ https://www.canva.com/

Panzoid

আমার কাছে অনেক পছন্দনীয় একটি ওয়েবসাইট এটি। এই ওয়েবসাইট থেকে খুব সহজেই ইউটিউবের জন্য ইন্ট্রো, অট্রো বা বিভিন্ন ভিডিও ক্লিপ বানিয়ে নিতে পারবেন। শুধু ইউটিবের জন্য নিয় অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন। ভিডিও ছাড়াও লোগো তৈরি, ব্যানার ইত্যাদিও বানাতে পারবেন।

সেরা কিছু পোস্ট আপনার জন্য

আপনি আপনার পছন্দমত টেমপ্লেট সিলেক্ট করুনও সেটাকে কাস্টমাইজেশন করে নিন। চাইলে নিজের পছন্দমত ডিজাইন তৈরী করে নিতে পারবেন।

ওয়েবসাইট লিংকঃ https://panzoid.com/

Reduceimages

মাঝে মধ্যে আমাদের ইমেজ রিসাইজ করার প্রয়োজন পরে বা ইমেজ ফরমেট পরিবর্তন করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এই ওয়েবসাইটটি সেরা একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে এক কাজটি করে নিতে পারবেন। রিডিউস ইমেজ ওয়েবসাইটের মতোন আরো অনেক টুলস ওয়েবসাইট আছে যা আপনি গুগলে সার্চ করলে জানতে পারবেন। তবে আমাকে এই ওয়েবসাইটটি ভালো লেগেছে।

এই ওয়েবসাইটের লিংকঃ https://www.reduceimages.com/

Fast.com

ফাস্ট ডট কম অনেকের কাছে জানা শোনা একটি ওয়েবসাইট। ইন্টারনেট স্পিড চেক করার জন্য এই ওয়েবসাইটটি তৈরি। মাঝে মাঝে আমাদের ইন্টারনেট কানেকশনের স্পিড চেক করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই ওয়েবসাইটটি আপনার কাজে আসতে পারে।

আপনার ইন্টারনেট কানেকশনের ডাউনলোড ও আপলোড উভয় তথ্য এখান থেকে জানতে পারবেন।

ফাস্ট ডট কম ওয়েবসাইটের লিংকঃ https://fast.com/


আশা করছি এই সকল টুলস ওয়েবসাইট আপনার কাজে আসবে। পরবর্তীতে আরো কিছু টুলস ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন।


Post a Comment

0 Comments