ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন?

 কে না চায় তার ওয়েবসাইট থেকে ইনকাম করতে। কিন্তু, ওয়েবসাইট তৈরি করলে যে ইনকাম হবে তা কিন্তু নয়। ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন এই পোস্টে আমরা সেই সম্পর্কে জানব।

how-to-income-in-a-website


অনলাইনে আয় করার অনেক উপায় থাকলেও ওয়েবসাইট তৈরি করে ইনকাম করা অনেক জনপ্রিয় একটি উপায়। বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করে ইনকাম করা সম্ভব। একেক ধরনে ওয়েবসাইট থেকে আয় করার পদ্বতি একেক রকম হয়ে থাকে।

আরো পড়ুনঃ কিভাবে একটি ওয়েবসাইট বানাবেন?

যেমন ই-কমার্স ওয়েবসাইট তৈরি করলে প্রোডাক্ট বিক্রি করে আয় করা যাবে, অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করলে অ্যাফিলিয়েট করে আয় করা সম্ভব, ব্লগিং ওয়েবসাইট তৈরি করলে অ্যাফিলিয়েট বা এড বসিয়ে আয় করা যাবে। এভাবে একেক ধরনের ওয়েবসাইট থেকে ইনকাম করার পদ্বতি একেক রকম থাকে।

এসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে উপায় হলো তা হলো এড বসিয়ে ওয়েবসাইট থেকে ইনকাম। প্রায় সকলেই এই পদ্বতিতে ওয়েবসাইট থেকে ইনকাম করে থাকে। যাই হোক পোস্টের মূল বিষয়ে এখন আসা যাক। যেমনটা একটু আগে বললাম একেক ধরনের ওয়েবসাইট থেকে ইনকাম পদ্বতি একেক ধরনের হয়ে থাকে। আপনি ই-কমার্স ওয়েবসাইট বানালে সেখানে তো আর এড বসিয়ে ইনকাম করার কথা চিন্তা করবেন না? তাই নয় কী? আপনার চিন্তা হবে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করার।

আপনার নিশের উপর বিবেচনা করে আয় করার পদ্বতিও পরিবর্তন হবে। যাই হোক ওয়েবসাইট থেকে ইনকাম করার পদ্বতি কিছু জেনে নেই।

এড বসিয়ে

এই পদ্বতিটা অনেক জনপ্রিয় একটি উপায়। প্রায় সকল ওয়েবসাইট এই পদ্বতিতে ইনকাম করে থাকে। গুগল এডসেন্স সেরা একটি এডস নেটওয়ার্ক এডস নেটওয়ার্ক সাইট। যেখানকার এডস আপনি আপনার ওয়েবসাইটে বসিয়ে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনার জেনে রাখা ভালো গুগল এডসেন্স বর্তমানে এখন অতি সহজে বাংলা ওয়েবসাইটেও এডসেন্সের এপ্রুভাল দিয়ে থাকে।

অ্যাফিলিয়েট করে

আপনি চাইলে ওয়েবসাইটে অ্যাফিলিয়েট লিংক বসিয়ে ইনকাম করতে পারবেন। অ্যাফিলিয়েট করে অনেক বেশি পরিমাণ আয় করা সম্ভব। তাই অনেকেই এড বসিয়ে আয় করার পাশাপাশি অ্যাফিলিয়েট করে থাকে বা অ্যাফিলিয়েটের পাশাপাশি ওয়েবসাইটে এডও বসিয়ে থাকে।

নিজের প্রোডাক্ট বিক্রি করে

আপনি আপনার ওয়েবসাইটে নিজের কোন পণ্য/ প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন। এই পদ্বতিতে ইনকাম করা একটু কঠিন বটে। কিন্তু, ভালো পরিমাণ ইনকাম সম্ভব। আবার, আপনার ওয়েবসাইট যদি জনপ্রিয় হয় তবে, এই পদ্বতি মোটেই কঠিন নয়।


এসব ছাড়া ওয়েবসাইট থেকে ইনকাম করার আরো অনেক উপায় আছে। কিন্তু, এই তিনটি উপায়ই অনেক জনপ্রিয় উপায়। আপনি আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য এই পদ্বতিগুলো ব্যবহার করতে পারেন।


Post a Comment

0 Comments