কীবোর্ডে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি এর কাজ

আমাদের যাদের কম্পিউটার আছে তাদের অধিকাংশ লোক আছে যারা কীবোর্ডের F1 থেকে F12 বাটনগুলোর কাজ জানেন না। আর যারা জানেন তারা তো জানেনেই তবে যারা জানেননা তাদের জেনে নেওয়ার উচিত। তবে শুরুতে বলে নিচ্ছি F1 থেকে F12 এগুলোকে ফাংশন কি বলে। কম্পিউটারের অনেক কাজ অনেক শর্টকাটে এই কি গুলোর মাধ্যমে ব্যবহার করা যায়।

কীবোর্ডে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি এর কাজ


F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি গুলোর কাজ

F1 থেকে F12 পর্যন্ত সমস্ত কী গুলোর কাজ আমরা এখন নেনে নিব।

F1: এই ফাংশন কি টি মূলত সহয়ক কি হিসাবে কাজ করে। কোন প্রোগ্রাম চালু থাকে অবস্থা এই কি টি চাপলে সেই প্রোগ্রামে হেল্প চলে আসবে।

F2: এই কি টাকে আমরা অনেক কাজ ব্যবহার করতে পারি। তবে এই কি টাকে ফাইল নেম রিনেম করার শর্টকাট হিসাবে ব্যবহার করা যায়। কোন ফোল্ডারের উপর মাউস দিয়ে ক্লিক্ন করে F2 ফাংশন কি চাপলে ফাইলে নাম পরিবর্তন করার অপশন পাবেন।

F3: এই কি টাকে বেশিরভাগ প্রোগ্রামে সার্চ শর্টকাট হিসাবে ব্যবহার করা হয়। মানে কোন প্রোগ্রাম চালু থাকা অবস্থায় এই কি তে প্রেস করলে সার্চ করার অপশন চালু হয়ে যাবে।

F4: মাইক্রোসফট ওয়ার্ডের last action performed আবার Repeat করা যায় এ কি চেপে।

F5: এই কি টাকে রিফ্রেশ কি হিসাবে ব্যবহার করা যায়। মানে কোন ওয়েব ব্রাউজার ওপেন (যেমনঃ গুগল ক্রম, ফায়ারফক্স, মাইক্রোসফট এডস ইত্যাদি) করে কোন ওয়েবসাইটে ভিজিট করার পর এই কি চাপলে পেজটি রিফ্রেশ নেবে।

F6: ওয়েব ব্রাউজার খোলা থাকা অবস্থায় এই কি চাপলে সরাসরি আপনাকে ওয়েব ব্রাউজারের ইন্টার এড্রেসে নিয়ে যাবে।

F7: এই কি বানান ভুল এবং গ্রামার চেকের জন্য সাধারণত ব্যবহার করা হয়।

F8: উইন্ডোজের স্টার্টআপ মেনুতে প্রবেশ করতে, উইন্ডোজ নিরাপদ মোডে অ্যাক্সেস করতে সাধারণত এই কি টি ব্যবহার করা হয়।

F9: কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।

F10: সাধারণত কোন ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে।

F11: এই কি টাকে ফুল স্কিনের জন্য ব্যবহার করা হয়। যেমন ধরুন আপনি ভিডিও দেখছেন। সেক্ষেত্রে, এই কি চাপলে ভিডিও এর স্কিন বড় হয়ে যাবে।

F12: মাইক্রোসফট ওয়ার্ডের সেভ এস উইন্ডো খোলা যায় এই কি চেপে। এছাড়াও আরো অনেক কাজ এই কি এর সাহায্যে করা যায়।

এই ছিল আজকের পোস্ট আশা করছি আপনার ভালো লেগেছে। এই ধরনের আরো অনেক টিউন পেতে আমাদের সাথেই থাকুন।


Post a Comment

0 Comments