কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন?

অনেক সময় ইন্টারনেটে কোন কাজের জন্য আমাদের কপিরাইট ফ্রি ইমেইজের প্রয়োজন হয়। কারণ কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার না করলে সে ইমেজের কারণে অনেক সমস্যার মুখোমুখি হতে পারি। যেমনব ইউটিউবে ভিডিও বানানোর সময় কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার না করলে সেই ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে এতে করে ইউটিউব সেই ভিডিওটিকে মুছে ফেলবে। ইউটিউব ছাড়াও ওয়েবসাইটের কোন কন্টেন্টে অন্য সব ক্ষেত্রেও কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার না করলে এই রকমের সমস্যার সম্মুখীন হওয়া সম্ভব।

কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন?

তাই আপনার এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আজকের এই পোস্টটি। আজকের এই পোস্ট থেকে আমরা জানব কিভাবে কপিরাইট ফ্রি ইমেইজ ডাউনলোড করবেন।

অনেকেই হয়তো ভাবছেন যে ইমেজ ডাউনলোড করে ব্যবহার করলে সমস্যা কোথায় আর গুগলে সার্চ করলে রহ রহ ইমেজ আমরা পেয়ে যাই এসব ডাউনলোড করে ব্যবহার করলে সমস্যা কোথায়?

সমস্যা আছে। কারণ আপনি কারো পারমিশন ছাড়া কারো তৈরি কোন ইমেজ ব্যবহার করতে পারেন না। আর গুগলে আমরা যে সকল ইমেইজ এই এসবই অধিকাংশ কপিরাইটেড ইমেজ। গুগল বট বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে এসকল ইমেইজ তাদের ডেটাবেইজে রাখে গুগল সার্চে ফলাফল প্রদর্শনের জন্য।

আরো পড়ুনঃ ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন?

তাই গুগল থেকে ডাউনলোড করা কোন ইমেজকে কপিরাইট ফ্রি ইমেইজ মনে করলে আপনি ভুল হবেন।

কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন?

কপিরাইট ফ্রি ইমেইজ ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইট ইন্টারনেটে রয়েছে আপনি সেই সকল ওয়েবসাইট থেকে ইমেইজ ডাউনলোড করে নিশ্চিন্তে আপনার ওয়েবসাইটে বা অন্য কোন কাজে ব্যবহার করতে পারবেন। কিছু কিছু ইমেইজ আছে সেগুলো ব্যবহার করতে হলে আপনাকে সেই সাইটের ক্রেডিট দিয়ে ব্যবহার করতে হবে। চলুন এবার কপিরাইট ফ্রি ইমেইজ ডাউনলোড করার কিছু ওয়েবসাইটের নাম জেনে নেই।

আরো পড়ুনঃ কীবোর্ডে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি এর কাজ

১. উইকিমিডিয়া

প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দিতে হয় উইকিমিডিয়া এর সাথে। উইকিমিডিয়া কপিরাইট ফ্রি ইমেইজ ডাউনলোড করার জন্য সেরা একটি ওয়েবসাইট। এখানে আপলোড করা সকল ইমেইজ আপনি যেকোন কাজে বিনা দ্বিধায় ব্যবহার করতে পারেন।

উইকিমিডিয়ার ওয়েবসাইট লিংকঃ https://www.wikimedia.org/

২. ফ্রিপিক

ফ্রিপিক থেকে আপনি কপিরাইট ফ্রি ইমেইজ ফ্রিতে ডাউনলোড করার পাশাপাশি কিনে নিয়ে ব্যবহার ও করতে পারবেন। ফ্রিপিক অনেক বড় একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি বিভিন্ন ক্যাটেগরির অনেক ইমেজ পাবেন। শুধু কপিরাইট ফ্রি ইমেইজ ডাউনলোড করতে পারবেন তা কিন্তু নয়। এখান থেকে আপনি পিএডি ফাইল, ইএসপি ফাইল ইত্যাদি রকমের রিসোর্সও ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

ফ্রিপিকের ওয়েবসাইট লিংকঃ https://www.freepik.com/

৩. শাটারস্টক

শাটারস্টক একটি পেইড সার্ভিস ফ্রি কপিরাইট ইমেইজ ডাউনলোড করার জন্য। তবে আপনি এসব পেইড ইমেইজ ফ্রি ডাউনলোডও করতে পারবেন। তবে সেক্ষেত্রে ইমেইজে শাটারস্টকের ওয়াটারমার্ক থাকবে। অনেকেই আছেন যারা ওয়াটারমার্ক সহ শাটারস্টোকের এসব ইমেইজ ব্যবহার করছেন। ওয়াটারমার্ক সহ এসব ইমেইজ কপিরাইট ফ্রি হিসাবে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন অথবা পেইড সার্ভিস নিয়েও ব্যবহার করতে পারবেন।

শাটারস্টোকের ওয়েবসাইট লিংকঃ https://www.shutterstock.com/

এই ছিল আজকের পোস্ট আশা করছি আপনার ভালো লেগেছে। পোস্টটি সম্পর্কে আপনার মতামতা জানাতে কমেন্ট করতে পারেন।


Post a Comment

0 Comments