ব্লগারের জন্য সিম্পল একটি সাইটম্যাপ কোড

ব্লগারের জন্য সিম্পল একটি সাইটম্যাপ কোড

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে অসাধারণ সিম্পল একটি সাইটম্যাপ কোড শেয়ার করব। যেটির মাধ্যমে আপনি আপনার ব্লগারের সকল পোস্ট শো করাতে পারবেন।




আপনি যদি ব্লগারের জন্য সিম্পল একটি সাইটম্যাপ কোড খুঁজে থাকেন তাহলে এই টিউনে শেয়ার করা কোডটি আপনার কাজে লাগবে।

আরো পড়ুনঃ Super SEO ব্লগার টেমপ্লেটের প্রিমিয়াম ভার্সন ফ্রিতে ডাউনলোড করে নিন

এই কোডটি মাধ্যমে সাইটম্যাপ বানানোর জন্য আপনার সাইটে অবশ্যই jQuery ইন্সটল করা থাকতে হবে। jquery ইন্সটল করা না থাকলে এই কোডটি কাজ করবে না।

আপনার জেনে রাখা ভালো বর্তমানের প্রায় সব ব্লগার টেমপ্লেটে jQuery প্রি-ইন্সটল করা থাকে। তাই jQuery ইন্সটল করার আগে টেমপ্লেটটি চেক করে নিবেন। নিচে কোডটি দিলাম কোডটি কপি করে নিন এটিই ব্লগারের সাইটম্যাপ কোড।

ব্লগার সাইটম্যাপ কোড

<script>var numposts = 100;var standardstyling = true;function showrecentposts(json) {for (var i = 0; i < numposts; i++) {var entry = json.feed.entry[i];var posttitle = entry.title.$t;var posturl;if (i == json.feed.entry.length) break;for (var k = 0; k < entry.link.length; k++) {if (entry.link[k].rel == 'alternate') {posturl = entry.link[k].href;break;}}posttitle = posttitle.link(posturl);if (standardstyling) document.write('<li>');document.write(posttitle);}if (standardstyling) document.write('</li>');}</script><ol style="margin:0"><script src="https://www.yoursiteurl.com/feeds/posts/default?orderby=published&alt=json-in-script&callback=showrecentposts&max-results=999"></script></ol>

নোটঃ https://www.yoursiteurl.com এর জায়গায় আপনি আপনার সাইটের লিংক রিপ্লেস করে দিবেন।

এখন কথা হচ্ছে কোডগুলো দিয়ে কিভাবে সাইটম্যাপ পেজ তৈরি করবেন? অনেকেই হয়তো জানেন না কিভাবে তৈরি করবেন। যারা জানেন না তারা নিচের স্টেপগুলো ফলো করুন।

কিভাবে ব্লগারে সাইটম্যাপ পেজ তৈরি করবেন?

স্টেপ ১ঃ প্রথমে ব্লগারে লগিন করে যে সাইটে সাইটম্যাপ পেজ তৈরি করবেন সেই সাইটি সিলেক্ট করুন।

স্টেপ ২ঃ এবার, পেজ এ চলে যান এবং সেখানে প্লাস আইকনে বা নিউ পেজ বাটনে ক্লিক করুন।

স্টেপ ৩ঃ পেজের টাইটেল দিন এবং মোড চেঞ্জ করে Html View করে নিন। নিচে স্কিনশটে দেখানো জায়গায় ক্লিক করলে মোড চেঞ্জ করার অপশন পাবেন।


স্টেপ ৪ঃ এখন, সাইটম্যাপ কোডটি পেস্ট করে দিন।

ব্যাস আপনার সাইট ম্যাপ পেজ তৈরি। এখন ভিউ করে দেখুন এটি আসলেই কাজ করছে কি না!!

আশা করছি আজকের এই পোস্টটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানান। এই ধরনের আরো অনেক পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।


Post a Comment

0 Comments