মোবাইল পানিতে পড়ে গেলে যে কাজগুলো করবেন

মোবাইল আমাদের নিত্য দিনের সঙ্গী। অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা এই মোবাইলের সাহায্যে করে থাকি। গেম খেলা, ভিডিও দেখা, গান শোনা আরো কত রকমের কাজ। কিন্ত, ভুল বসত আমাদের হাতে থাকা ফোনটি কোন না কোন ভাবে পানিতে পড়ে যেতে পারে। যদি ফোনটি পানিতে পড়ে যায় তখন আমাদের কি করা উচিত? যদি ফোনটি পানিতে পড়ে যায় তবে ফোনটি নস্ট হয়ে যাওয়ার সম্ভবনা থেকে যায় কিন্তু। কেননা মোবাইল পানিতে পড়ে গেলে এর যন্ত্রাংশে পানি ঢূকে গেলে এর ক্ষতি সাধান হবে।



আরো পড়ুন

  • ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন?
  • মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য সেরা অ্যাপ কোনটি


তবে মোবাইল পানিতে পড়ে যাওয়ার পর আমরা যদি কিছু কাজ করি তাহলে আমরা আমাদের ফোনকে নস্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারব।

আজকের এই পোস্টে আমরা এই সকল বিষয় সম্পর্কেই জানব যে কি করবেন যদি আপনার হাতে থাকা ফোনটি পানিতে পড়ে যায়। তাহলে দেরী করে চলেন জেনে নেই।

মোবাইল পানিতে পড়ে গেলে কি করবেন

আপনার মোবাইল পানিতে পড়ে গেলে নিচের এই উপায়গুলো মেনে চলুন।

তৎক্ষণাত পানি থেকে তুলে নিন

মোবাইলে পানিতে পড়ে গেলে দেরি না করে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিন। যত তাড়াতাড়ি ফোনটিকে পানি থেকে তুলে নিবেন ফোনে পানি ডোকার সম্ভবনা কমে যাবে বা কম পানি ঢুকবে। তাড়াতাড়ি তুললে পানি ঢোকার সম্ভবনা কমে যাবে কারণ ছোট জায়গায় দিয়ে পানি ঢুকতে সময় নেয়।

ফোন বন্ধ করুন বা ব্যাটারি খুলে ফেলুন

পানি থেকে ফোনটি তুলে ব্যবহার না করে যত দ্রুত পারেন ফোনটি বন্ধ করে ফেলুন। যদি আপনার ফোনের ব্যাটারি প্লেসমেন্ট রিমুভেবল হয় তবে ব্যাটারি খুলে ফেলুন। এতে করে আপনার ফোনের যন্ত্রাংশ নস্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে।

ফোনটিকে মুছুন এবং ঝাকুন

আপনার ফোনটির ব্যাটারি রিমুভ বা ফোনটিকে বন্ধ করার পর শুকনো কাপড় দিয়ে ভালো ভাবে ফোনটিকে মুছে ফেলুন। মুছে ফেলার পর ফোনটি ভালোভাবে ঝাকুন যাতে করে যে জায়গাগুলো দিয়ে পান ঢুকেছে সেই জায়গায় গুলো দিয়ে পানি বের হয়ে আসে।

রোদে শুকাতে দিন

ফোনটিকে কয়েক ঘন্টা রোদে শুকাতে দিন যাতে পানি মোবাইলের ভিতর থেকে বাষ্প হয়ে উড়ে যায়।

এসব কিছু করার পর আপনার যদি মনে হয় আপনার ফোনে কোন পানি নেই তাহলে ফোনটিকে অন করুন দেখুন ফোনটি ঠিক ঠাক কাজ করছে কি না।


Post a Comment

0 Comments