নতুন এন্ড্রয়েড স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন

এন্ড্রয়েড স্মার্টফোন কেনার আগে আপনাকে যে বিষয়গুলো মাথা রাখতে হবে অর্থাৎ যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে তা এই পোস্টে আমরা আলোচনা করব।

smartphone-buying-guide

এন্ড্রয়েড স্মার্টফোন আমাদের সকলেরই একটি প্রয়োজনীয় ইলেক্ট্রনিক ডিভাইস। অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা এটির সাহায্যে করে থাকতে পারি। তাই ভালো মানের এন্ড্রয়েড ফোন কেনা আমাদের জরুরী।

আরো পড়ুনঃ কীবোর্ডে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি এর কাজ

স্মার্টফোনের মাধ্যমে আমরা আমাদের পুরো পৃথিবীকে হাতে মুঠোই পাই। ইন্টারনেট ব্রাউজিং, মুভি দেখা, ছবি তোলা, ভিডিও দেখা ইত্যাদি ইত্যাদি কাজ। একটু খেয়াল করলে দেখতে পারবেন অনেক ডিভাসের কাজ একটি এন্ড্রয়েড স্মার্টফোন একাই করে থাকে। তাই আমাদের উচিত এন্ড্রয়েড মোবাইল কেনার আগে ভালো দেখে শুনে কেনা। এখন আমরা তা নিয়েই আলোচনা করতে যাচ্ছি।

ডিসপ্লে

একটি এন্ড্রয়েড স্মার্টফোনের ডিসপ্লে অবশ্যই ভালো মানের হওয়া উচিত। কারণ, ডিসপ্লেতে টাচ করার মাধ্যমে আমরা আমাদের ফোনটিকে নিয়ন্ত্রণ করব। আর আপনি যদি মাল্টিমিডিয়া বা গেমিং এর জন্য ফোন কেনেন তবে ডিসপ্লে আরেকটু ভালো হওয়া উচিতে। সেক্ষেত্রে, মিনিমাম এইচডি প্লাস (HD+) ডিসপ্লে নেওয়া উচিত। তবে, নরমাল ইউজের জন্যও HD+ না নিলেও ৭২০ পিক্সের ডিসপ্লের ফোন নিবেন যদি বাজেট কম হয়।

র‍্যাম ও রোম

র‍্যাম ও রোম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এন্ড্রয়েড ফোনের জন্য। ২জিবি র‍্যাম ও ৩২ জিবি রোমের নিচে এখন আর এন্ড্রয়েড ফোন পাওয়া না। তবে, ২/ ৩২ জিবি এডিয়ে চলুন। মিনিমাম ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রোমের নিচে ফোন না নেওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ হবে। মিড রেঞ্জের সব ফোনেই ৩/ ৬৪ জিবি পাবেন।

প্রসেসর

র‍্যাম ও রোমের মতোন প্রসেসর ফোনের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। কিন্তু, আমরা অনেকেই প্রসেসরের দিকে নজর দেই না। র‍্যাম ও রোম দেখে ফোন কিনে থাকি। এমনটা না করে প্রসেসরে দিকে একটু নজর দিন। আপনি যদি এ ব্যাপারে অভিজ্ঞ না হন তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিন।

ব্যাটারি

ফোনের ব্যাকআপ ভালো পাওয়ার জন্য ব্যাটারির দিকে আপনার নজর দেওয়া বাঞ্ছনীয়। মিনিমাম ৪০০০ এমএইএচের ব্যাটারির ফোন নিন। বর্তমান ৪০০০ এমএইএচের নিচে কোন কম্পানি ফোন অফার করতিছে না। আর মিনিমাম চার্জিং ১০ ওয়ার্ডেরই থাকে। আপনি যদি লং টাইম ব্যবহারের জন্য ফোন কেনার চিন্তা করে থাকেন তখন বেশি সাইজের ব্যাটারি নিয়ে নিবেন। আভাজের সব ফোনের ব্যাটারি ৫০০০ এমএইচ হয়ে থাকে।

বিল্ড কোয়ালিটি

কোন এন্ড্রয়েড ফোন ব্যবহারের জন্য বিল্ড কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া উচিত। বিল্ড কোয়ালিটি ভালো না থাকলে ফোন বেশি দিন ব্যবহার করতে পারবেন না। আর, তেমন একটা প্রিমিয়াম ফিল ফোন ব্যবহার করে পাবেন না।


১৫০০০ এর মধ্যে অনেক কোম্পানি অনেক ভালো ভালো ফোন অফার করে থাকে। তাই আপনি আপনার ব্যবহারের উপর ভিত্তি করে স্মার্টফোন কিনুন।


Post a Comment

0 Comments