ব্লগার থেকে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরী করবেন?

ফ্রিতে ওয়েবসাইট তৈরী করার জন্য ব্লগার জনপ্রিয় একটি প্লাটফর্ম। ব্লগার থেকে আমরা খুব সহজের ফ্রিতে নিজের পছন্দ মতোন একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারব।

ব্লগার থেকে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরী করবেন?


ব্লগারে ওয়েবসাইট তৈরী করার জন্য আমাদের কোন টাকা লাগবে না। হোস্টিং এর সাথে সাথে ফ্রী ডোমেইনও আমরা পাব। এর সাথে সাথে ব্লগারে আমরা চাইলে কাস্টম একটি ডোমেইন পার্ক করতে পারব।

যদিও ব্লগার প্লাটফর্মটি ব্লগ সাইট বানানোর জন্য বেশী জনপ্রিয় তবুও আমরা এই প্লাটফর্ম থেকে পোর্টফলিও সাইট, অন পেইজ ওয়েবসাইট খুব সহজেই বানিয়ে নিতে পারব। আর আপনি চাইলে ছোট খাট একটি ই-কমার্স ওয়েবসাইটও ব্লগার থেকে বানিয়ে নিতে পারবেন। অবাক হলেও সত্য ব্লগারে ই-কমার্স সাইট বানানোর অনেক টেমপ্লেট আছে।

আর ব্লগারে ওয়েবসাইট তৈরী করা ও কাস্টমাইজেশন করা তুলনামূলক অনেক সহজ। কিছু দিন ব্লগারে কাজ করলে আপনি ব্লগার সাইট মোটামুটি কাস্টমাইজেশন শিখে নিতে পারবেন।

ব্লগারে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরী করবেন?

ব্লগার যেহেতু গুগলের একটি সার্ভিস তাই ব্লগারে ওয়েবসাইট বানানোর জন্য আপনার একটি গুগল অ্যাকাউন্টের বা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আমি আশা করছি আপনার একটি গুগল অ্যাকাউন্ট আছে। যদি না থাকে তাহলে তৈরি করে নিবেন।

আরো পড়ুনঃ ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন?

যদি আপনার একটি গুগল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখন এই স্টেপ গুলো ফলো করুন।

স্টেপ ১ঃ ব্লগারে ওয়েবসাইট তৈরীর জন্য প্রথমে আপনাকে ব্লগারের ওয়েবসাইট যেতে হবে। ব্লগারের ওয়েবসাইটের লিংক – https://www.blogger.com/। লিংকে ক্লিক করে সরাসরি ব্লগারের ওয়েবসাইটে চলে যান।

স্টেপ ২ঃ এবার Get Start অথবা Singin বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করুন।

স্টেপ ৩ঃ গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করার পর আপনার ব্লগারে একটি অ্যাকাউন্ট তৈরী হয়ে যাবে। এখন আপনাকে একটি সাইট তৈরী করতে বলবে। প্রথমে আপনি আপনার সাইটের টাইটেল এরপর ভ্যালিড ইউ.আর.এল দিয়ে কন্টিনিউ করলে ব্লগারে আপনার ফ্রিতে ওয়েবসাইট তৈরী করা সম্পন্ন হবে।

স্টেপ ৪ঃ এবার থিম আপলোড বা আপনার ওয়েবসাইটকে আপনার মতোন করে কাস্টমাইজড করুন।

জেনে রাখুনঃ আপনি চাইলে ব্লগারের একটি অ্যাকাউন্ট সর্বোচ্চ ১০০ টি অ্যাকাউন্ট তৈরী করে নিতে পারবেন।

এভাবে আপনি খুব সহজে ব্লগারে আপনি আপনার পছন্দ মতোন একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন একদম বিনামূল্যে। আশা করছি আজকের এই পোস্টটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান কেমন লেগেছে। এর ধরনের আরো পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।


Post a Comment

0 Comments