কিভাবে আমরা উইন্ডোজ ফরমেট করব

উইন্ডোজ ফরমেট করার নিয়ম

আমরা যারা সাধারন কম্পিউটার ব্যবহার কারী তারা আসলে কম্পিউটার এর অপারেটিং সিষ্টেম সম্পর্কে জানি না । কেননা, আমরা কম্পিউটারকে আমাদের কাজের জন্য ব্যবহার করে থাকি । তাই আমরা এই সকল বিষয়য়ে জানি না ।

উইন্ডোজ ফরমেট করার নিয়ম

উইন্ডোজ ফরমেট করার নিয়ম


প্রথমে আমাদের জানা দরকার কম্পিউটারের কোথায় এই উইন্ডোজ অপারেটিং সিষ্টেমটি থাকে । কেননা, আমরা যদি এটাই না জাকি যে কোথায় উইন্ডোজ থাকে তাহলে আমরা কিভাবে এই উইন্ডোজ ফরমেট করব । তাই আমাদের জানা দরকার কোথায় এই উইন্ডোজ থাকে ।

আরও কম্পিউটার টিপস জানকে এখানে ক্লিক করুন

উইন্ডোজ থাকে কম্পিউটারের হার্ডডিস্ক এ । আর এই হার্ডডিস্ককে বেশ কয়েকটা ভাগে ভাগ করা থাকে আর এর কারনে আমাদের কম্পিউটারে কিছু ড্রাইভ থাকে । যেমন সি, ডি, ই, ইত্যাদি । আর আমরা এই এগুলোর প্রথম টা অর্থাৎ সি ড্রাইভটিতে দেখি লেখা থাকে যে, উইন্ডোজ ৭ অথবা ১০ অথবা অন্য যে কোন নাম । আর এই নাম গুলো আমাদের উইন্ডোজ এর নামের সাথে থাকে । আর বাকি ড্রাইভ গুলোর নাম থাকে লোকাল ডিস্ক আর আমরা এই ডিস্কগুলোর নাম চেঞ্জ করতে পারি ।

এখানে যে প্রথমে উইন্ডোজ নামে থাকা সি ড্রাইভ টি রয়েছে এই ড্রাইভটিকে বলা হয় উইন্ডোজ ড্রাইভ । আর এর ভিতরে উইন্ডোজ এর সকল ফাইল থাকে ।

উইন্ডোজ ফরমেট করতে চাইলে এই সি ড্রাইভটিকে ফরমেট করতে হবে কিন্তু এই ভাবে উইন্ডোজ রান থাকা অবস্থায় উইন্ডোজ ফরমেট হবে না । তাই আমাদেরকে এবারে রা করতে হবে আমরা একটি বুটাবল পেন ড্রাইভ ব্যবহার করব যদি পেন ড্রাইভ না থাকে তাহলে আমরা উইন্ডোজ এর ডিস্ক ব্যবহার করব । এই ডিস্কের মাধ্যমে এবারে নিচের নিয়মগুলো অনুসরন করুন ।

প্রথমে বুট করা পেন ড্রাইভ বা উইন্ডোজ ডিস্কটি কম্পিউটারের সাথে কানেন্ট করুন । এবারে আপনার কম্পিউটার টিকে বুট মেনুতে নিয়ে আসুন এর জন্য আপনাকে কীবোর্ড থেকে F1 প্রেস করতে হবে কম্পিউটার স্কীনে আলো আসার সাথে সাথে । আর তা না হলে আপনি কীবোর্ড থেকে F1 + Delete বাটন এক সাথে প্রেস করবেন । এর পরে আপনি কম্পিউটার বায়সে প্রবেশ করবেন । আর এবার আপনি এখান থেকে আপনার ব্যবহার করা পেন ড্রাইভ বা ডিস্কটিকে বুট অপসনে দেখিয়ে দিয়ে F10 দিয়ে সেভ করে নিয়েব । তাহলে আপনার কম্পিটার রিষ্টার্ড নিবে । এবারে সবকিছু ঠিক মতো হয়ে গেলে আপনার কম্পিউটারে একটি মেসেজ দেখাবে । Press any key for boot. এই রকম মেসেজ দেখালে আপনি কীবোর্ড থেকে যেকোন একটি বাটনে প্রেস করবেন । এবার একটু অপক্ষা করুন দেখবেন আপনার কম্পিউটারে নতুন বুট করা উইন্ডোজটি লোজ নিবে । এবার আপনি দেখবেন Setup Now / Start Setup এই রকমের বাটন দেখাবে । এবারে এখানে ক্লিক দিয়ে আপনি SETUP টি রান করবেন । তারপরে আপনি দেখবেন আপনাকে উইন্ডোজ এর কিছু টার্ম এন্ড কন্ডিশন দেখাবে । এবারে এই নীতিগুলো মেনে নেওয়ার জন্য Agree বাটনে ক্লিক দিতে হবে । তারপরে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে । এবারে আপনাকে যা করতে হবে তা হলো আপনার উইন্ডোজটিকে ফরমেট করতে হবে এই জন্য আপনি এবারে এই সকল ড্রাইভের মধ্যে সি ড্রাইভটি সিলেক্ট করে নিচের দিকে দেওয়া ডিভাইস অপমন এ ক্লিক করলে ফরমেট বাটনটি দেখাবে । এবারে ফরমেট বাটনে ক্লিক করে ফরমেট করে দিন । এভাবেই উইন্ডো ফরমেট করা হয় । আর আপনি চাইলে এভাবেই নতুন করে উইন্ডোড সেটআপ দিতে পারবেন ।

Post a Comment

0 Comments