SEO কি ? SEO কিভাবে কাজ করে ?

আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানতে পারব SEO কি এবং এই SEO কিভাবে কাজ করে ।বর্তমানে ওয়েব সার্ভারে অসংখ্য ওয়েব সাইট রয়েছে । তার এই ওয়েব সাইটগুলোকে সবার কাছে সার্চের মাধ্যমে নিয়ে আসাকে বলা হয় SEO ।

SEO কি ? SEO কিভাবে কাজ করে ?
SEO কি ? SEO কিভাবে কাজ করে ?

SEO কিঃ

SEO এর অর্থ হলো Search Engine Optimization. কোন তথ্যকে সার্চ ইঞ্জিন এর অপটিমাইজ বা সেটআপ করা বা সাবমিট করাই হচ্ছে SEO । এখানে কোন একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন এ সাবমিট করাকে বা অপটিমাইজ করাকে বলা হয় SEO । যেমনঃ আমরা গুগোলে কোন একটি বিষয় নিয়ে সার্চ করি আর গুগোল আমাদেরকে অনেক গুলো ফলাফল দেখায় । আর এই ফলাফল গুলোর মধ্যে কিছু ফলাফল প্রথমে দেখায় আর কিছু ফলাফল দেখায় সবার শেষে । এই যে এখানে অনেকগুলো ফলাফল একসাথে দেখায় আর এই ফলাফল গুলো গুগোলের সার্চের ফলাফলে নিয়ে আসাটাই হচ্ছে SEO । SEO এর অনেকগুলো নিয়োম রয়েছে এর মাধ্যমে গুগোলের সার্চের মধ্যে বা অন্য যে কোন সার্চ ইঞ্জিন এর যে কোন ওয়েব পেজ বা ওয়েব সাইটকে প্রদর্শন করানো সম্ভব , তবে এর জন্য SEO এর সকল নিয়মকানুন মেনে কাজ করলে খুব তাড়া তাড়ি করা সম্ভব ।

SEO কিভাবে কাজ করেঃ

SEO কাজ করে সার্চ ইঞ্জিন এর সাথে । আমরা যখন কোন একটি সার্চ ইঞ্জিন এ আমাদের কোন তথ্য দিয়ে সার্চ করি তখন আমাদের সামনে সেই সার্চ ইঞ্জিন অনেকগুলো সার্ব ফলাফল প্রদর্শন করে । আর এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্খিত তথ্য গ্রহন করে থাকি । আমাদের এই ফলাফল সংগ্রহে যে মাধ্যমটি কাজ করেছে তাই হলো SEO । আর SEO এভাবে বিভিন্ন ফলাফল প্রদানে সাহায্য করে থাকে ।

আমাদের কোন একটি ওয়েব পেজ বা কোন একটি ওয়েব সাইট রয়েছে । তার মধ্যে আমরা এবার চাচ্ছি আমাদের পেজটি মানুষের সার্চের ফলাফল প্রদর্শন করুন । আর এই জন্য আমরা এবারে আমাদের ওয়েব পেজটিকে সার্চ ইঞ্জিন এ সাবমিট দিব । আর এর জন্য আমাদেরকে সার্চ ইঞ্জিন এর ওয়েব মাষ্টার টুলস ব্যবহার করতে হবে ।

ওয়েব মাষ্টার টুলস এ ওয়েব পেজ বা ওয়েব সাইট সাবমিট করার পরে এবারে আমাদেরকে ঠিক কত ওয়েব পেজটিকে বা ওয়েব সাইটটিকে সাজিয়ে রাখতে হবে ।  এতে করে খুব অল্প সময়ে আমাদের ওয়েব পেজটি বা ওয়েব সাইটি সার্ব রেজাল্ট এ প্রর্দশন হবে ।

SEO এর কাজের কাঠামো হলো কোন একটি ওয়েব পেজ বা ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন এর সার্চ রেলাল্ট এ নিয়ে আসা ।

Post a Comment

0 Comments