কিভাবে ফাইবার থেকে ইনকাম করবেন ?

আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ফাইবার থেকে ইনকাম করবেন । যে কোন কাজ করে ভাইবার থেকে ইনকাম করা যায় ।



ফাইবার কি ঃ

ফাইবার হলো একটি অনলাইন মার্কেটপ্লেস । এখানে অনেক মানুষ তাদের সেবার তালিকা তৈরি করে রাখে আবার কিছু মানুষ সেই সেবা গ্রহন করে । আর এই কার্য নিয়ন্ত্রন করে ফাইবার নিয়েই তার টিমের দ্বারা । অর্থাৎ ফাইবার হলো একটি বাজার যেখানে ক্রয়-বিক্রয় করা হয় বা দর কসাকসির মাধ্যমে পন্যের দাম নির্ধারণ করা হয় । বর্তমানে বিশ্বে অন্যতম অনলাইন মার্কেটপ্লেস হচ্ছে ফাইবার । এখানে আপনি চাইলে আপনার যে কোন ধরনের কাজের অর্ডার করতে পারেন আর সেটি িইন্টারন্যাশনাল ভাবে । তাহলে এখন আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে ফাইবার হলো একটি অনলাইনে কাজের মার্কেটপ্লেস ।

ফাইবারে কীভাবে ইনকাম হয়ঃ

এবারে আমি আপনাকে বলল যে কিভাবে ফাইবারে ইনকাম করা যায় । ফাইবারে ইনকাম করার অন্যতম বা প্রধান মাধ্যম হচ্ছে সার্ভিস দেওয়া । অর্থাৎ কোন একজন ব্যক্তি গুগোল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে । অর্থাৎ এই ব্যক্তি ডাটা কালেক্ট করতে পারে । আর বর্তমান বিশ্বের মধ্যে অনেক কোম্পানি বা মানুষ রয়েছে যাদের এই তথ্য গুলোর দরকার । তখন এই ব্যক্তিরা ফাইবারে গিয়ে এমন পারদর্শী লোকজনকে খুজে । আর এই তাদের সাথে কন্ট্রাক্ট করে তারা কাজ করে থাকে । এভাবে ফাইবার থেকে ইনকাম করা যায় ।

কীভাবে ফাইবার থেকে ইনকাম করবঃ

ফাইবার থেকে ইনকামের জন্য প্রথমে যা করতে হবে তা হলো কোন একটি কাজে পারদর্শী হবে হবে । আপনি যে কোন কাজের উপর পারদর্শী হতে পারেন । এবারে আপনি এই কাজটি শিখে যাওয়া পরে ফাইবারে একটি একাউন্ট করবেন । তারপরে আপনি সেখানে আপনার যে যে বিষয়ে জ্ঞান আছে সেই বিষয়গুলো দিয়ে ভালো করে প্রফাইটি তৈরি করুন । তারপরে আপনি আপনার প্রফাইলে গিগ দিন । অর্থাৎ আপনি যে সেবাটি দিতে পারবেন সেই সেবাটি দিয়ে ‍দিন । এবারে আপনি দেখবেন যে আপনার কাছে অনেককে সেবা নেওয়ার জন্য মেসেজ দিবে । এভাবে আপনি ফাইবার থেকে ইনকাম করতে পারবেন ।







Post a Comment

1 Comments

thanks for your comment.