কাতার এবারের আসর ফিফা ফুটবল বিশ্বকাপে ৩২ দলের ডাকনাম জেনে নিন ২০২২।

বিশ্ব ও খেলাধুলার সবচেয়ে জমজমাট আসর ফুটবল বিশ্বকাপ যেখানে মাঠের লড়াই যেমন উত্তেজনা ছড়ায় তেমনি মাঠের বাহিরে নানান দেশ শিল্প সংস্কৃতির সম্পর্কে মেনে পরিষ্কার ধারণা। মাস ব্যাপী এই আসরটি পরিণত হয়েছে এক উৎসবে এবারের কাটার বিশ্বকাপে বরাবরের মতো খেলবে ৩২টি দল এই সবগুলোর দলের মধ্যে রয়েছে ডাকনাম বা আদরের নাম সেইসব নামের পিছনে রয়েছে স্পষ্ট ঘটনা বা ইতিহাস। আবার কোনো কোনো দলে রয়েছে একাধিক আদরের নাম সেই সব নামে ডাকে বক্তরা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলধর ব্রাজিলে রয়েছে ৬টি আদরের নাম।


 

আদরের ডাকনামঃ এছাড়া পতাকা ও জার্সির কালারের জন্য আর্জেন্টিনার ডাক নাম রয়েছে লা আলবিসেলেস্তে নৌ পথে সুপরিচিত ইতিহাসের কারণে পর্তুগালকে ডাকা হয় নেবিগ্রেটস নামে এমনভাবে ৩২টি দলে রয়েছে ভিন্ন ভিন্ন ডাক নাম। ৩২ দলের ডাকনাম কি ১. অস্ট্রলিয়া সকারু দেশটি ছিটনওফিসনেস সাংবাদিক টোনেহাস্টেড চেয়েছিলেন আইকনিক ক্যাঙ্গারুর মিলিয়ে নাম রাখতে সেখান থেকে সকা ও ক্যাঙ্গারুর সঙ্গে দুটি মিলিয়ে হয়েছে সকারু। ২. ইরান টিম মেলি ৩. জাপান সামুরাই ব্লু ৪. কাতার দ্যা মেরুন ৫. সৌদি আরব আল আখদার ৬. দক্ষিণ কোরিয়া তাইগুক ওয়ারিয়র্স ৭. ক্যামেরুন লায়ন্স ইন্ডোম্পিটেবলস ৮. ঘানা ব্ল্যাক স্টারস ৯. মরোক্ক দ্য ওয়াটলাস লায়ন্স ১০. সেনেগাল লায়ন্স অব তেরাঙ্গা ১১. তিউনিশিয়া ঈগলস অব কার্থেজ ১২. কোস্টারিকা লস টিকোস ১৩. মেক্সিকো এল টি ১৪. আর্জেন্টিনা লা আলবিসেলেস্তে ১৫. ব্রাজিল সেলেকাও ১৬. ইকুয়েডর লা ট্রি ১৭. উরুগুয়ে লা সেলেসেতে ১৮. বেলজিয়াম ডাই রোটেন টফেল ১৯. ক্রোয়েশিয়া কোকাস্তি ২০. ডেনমার্ক ডা রড ভাইড ২১. ইংল্যান্ড থ্রি লায়ন্স ২২. ফ্রান্স লা ব্লুজ ২৩. জার্মানি ন্যাশনাল হেল্প ২৪. নেদারল্যান্ডস অরেঞ্জ ২৫. পোল্যান্ড বিয়ালো জেরোনি ২৬. পর্তুগাল ওস ন্যাভেগেডোর্স ২৭. সার্বিয়া অরলোভী ২৮. স্পেন লা রোজা ২৯. সুইজারল্যান্ড রসক্রোশিয়াতি ৩০. ওয়েলস দ্য ড্রাগনস ৩১. যুক্তরাষ্ট্র স্টার স্টাইন্স ৩২. ইতালি ব্লগনা।




কাতার ফুটবল বিশ্বকাপে এবারের আসরের অনেক দিক থেকে দেখা যায় মানুষ বিভিন্ন দেশ থেকে এবার ফুটবল খেলা দেখতে গিয়ে অনেক লাভ হবে। যেকোনো সময় দেখা যাবে এবারের আসরের সকল দেশের সাপোর্টারদের বিভিন্ন সময় খেলা দেখতে অনেক লোক যাবে সেখানে অনেক ধরণের মাস্তি হবে সবাই সবারটা দিয়ে খেলা উপভোগ করবে।তাই কাতার বিশ্বকাপে একাধিক সংখ্যা মানুষের মন জয়লাভ করার জন্য এবারের আসর বা বিভিন্ন পর্যায়ে ফুটবল খেলোয়াড়রা তাদের সামর্থ্য বজায় রেখে সেরাটা দিয়ে খেলে ফাইনালে যাওয়ার চেষ্টা করবে। 



তাছাড়া এবারের আসরের সকল দেশের ফুটবল খেলোয়াড়রা বিশ্বকাপ জয় দিয়ে শেষ করার চেষ্টা করবে কারণ দেখা যাবে বেশিরভাগ সমর্থকরা আর্জেন্টিনা  বা ব্রাজিলদের সমর্থকদের সাপোর্টারদের সংখ্যা অনেক বেশি। আর্জেন্টিনা ব্রাজিল এবারের সমর্থকদের সব সময় আমরা চেষ্টা করব যাতে কিছু হলেও মানুষ বেশি আনন্দ পায় আমাদের লক্ষ্য সেই দিকে থাকবে। সকল ফুটবল খেলোয়াড়দের কাতার বিশ্বকাপে খেলা দেখার জন্য অনেক অনেক শুভ কামনা কারণ আর বেশি দিন নয় আর কয়েক মাসের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। 

Tags

Post a Comment

0 Comments