Wapkiz Footer Ads Hide Code || ১০০% কার্যকর

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছে। পোস্টের টাইটেল দেখেই বুঝতে পেরেছে আজকের এই পোস্টটি কি নিয়ে হতে যাচ্ছে। আজকের এই পোস্টের আমি আপনাদের সাথে শেয়ার করব Wapkiz Footer Ads Hide Code । যার মাধ্যমে আপনি আনায়েসে ওয়াপকিজের ফুটার এডস হাইড করে নিতে পারবেন।

Wapkiz Footer Ads Hide Code || ১০০% কার্যকর
Wapkiz Footer Ads Hide Code || ১০০% কার্যকর

আপনারা যারা ওয়াপকিজ ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন যে ওয়াপকিজে সাইট তৈরি করলে ফুটারে একটা Download Now লেখা এডস ঝুলে থাকে। অনেকেই হয়তো চান না যে এই এডসটা তার সাইটে থাকুন। এর কারণে সাইটের মানান নষ্ট হয়ে যায়।

তাই আপনি আপনার সাইটের মানান ঠিক রাখতে আজকের এই পোস্টে শেয়ার করা কোডটি আপনার ওয়াপকিজ সাইটে বসিয়ে মুহূর্তের মধ্যে এডস হাইড করে নিতে পারবেন।

আরো পড়ুনঃ App Store Wapkiz Template ফ্রি ডাউনলোড করে নিন

এই এডস হাইড কোডটি তৈরি করা হয়েছে –

  • HTML
  • Css
  • Wapkiz Tag Code

এর মাধ্যমে। তাই কোডটি লোড নিতে কোন সময় নিবে না। তাছাড়া কোডটিতে কোন প্রকার লুকানো স্ক্রিপ্ট নেই।

Wapkiz Footer Ads Hide Code

এবার আপনি ওয়াপকিজের ফুটার এডস হাইড কোডটি কপি করে নিন। কপি করা হয়ে গেলে ফুটারে বসিয়ে এডস হাইড করে নিন। অনেক সহজ এবং সিম্পল একটি কাজ।

<!-- Sorry Wapkiz Admin. Ads Codes by Imran Hossan --><[rand-open]a[r]b[r]c[r]d[r]e[r]f[r]g[r]h[/rand-close][rand-open]a[r]b[r]c[r]d[r]e[r]f[r]g[r]h[/rand-close]wikibn[rand-open]a[r]b[r]c[r]d[r]e[r]f[r]g[r]h[/rand-close][rand-open]a[r]b[r]c[r]d[r]e[r]f[r]g[r]h[/rand-close] style="[replace=(123)]1[]2[]3||display[]:[]none[/replace]">

কিভাবে Wapkiz এর ফুটার এডস হাইড করবেন?

অনেকেই হয়তো জানেন না যে কিভাবে ওয়াপকিজের ফুটার এডস হাইড করবেন। তো যারা জানেন না তারা এই নিয়মগুলো ফলো করতে পারেন।

নিয়ম ১ঃ প্রথমে আপনি Wapkiz এ যান এবং সেখানে গিয়ে লগিন করে ফেলুন।

নিয়ম ২ঃ এবার যে সাইটের ফুটার এডস হাইড করবেন সেই সাইটের Panel Mode এ চলে যান।

নিয়ম ৩ঃ এবার আপনি Footer (edit) লিংকে ক্লিক করে সারসরি ফুটারে চলেন যান।

নিয়ম ৪ঃ এখন ড্রপডাউন মেনু থেকে Html/ Tag code সিলেক্ট করুন। সিলেক্ট করার পর কপি করা কোডটি মানে ওয়াপকিজ ফুটার এডস হাইড কোডটি টেক্সট বক্সে বসিয়ে সেভ করে দিন। আর অবশ্যই পজিশন At the end করে দিবেন।

ব্যাস কাজ শেষ। ওয়াপকিজের ফুটার এডস হাইড করা সফল হয়ে গেছে। এখন আপনি ভিউ মোডে গিয়ে দেখতে পারে আদো কি এডস হাইড হয়েছে কি হয়নি।

আশা করছি পোস্টটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন।


Post a Comment

0 Comments