মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য সেরা অ্যাপ কোনটি

মোবাইলে ভিডিও এডিটিং জন্য সেরা একটি অ্যাপ নিয়ে আজকের এই পোস্টে আমরা আলোচনা করব। যারা মোবাইলে ভিডিও এডিটিং করতে চান আশা করছি তাদের জন্য এই পোস্টটি কাজে আসবে।

মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য সেরা অ্যাপ কোনটি


আমাদের সকলেরই একটি এন্ড্রয়েড মোবাইলে ফোন আছে। এন্ড্রয়েড মোবাইলে অনেক কিছু করা যায় বিভিন্ন অ্যাপের সাহায্যে তা আপনি আমি সবাই জানেন। মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে আমাদের ভিডিও এডিটিং বা ভিডিও সম্পাদন করার প্রয়োজন পড়ে। আবার অনেকেই আছে যারা মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করে থাকে। সেক্ষেত্রে ভিডিও এডিটিং করা বাঞ্ছনীয়।

অনেক রকমের অ্যাপ আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে ভিডিও এডিটিং এর জন্য। কিন্তু এদের মধ্যে সেরা অ্যাপ কোনটি হতে পারে? আমার কাজে মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য সেরা যে অ্যাপটি মনে হয়েছে তা হলো Kinemaster । মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য চমকপ্রদ একটি এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আপনি হয়তো এই অ্যাপটির নাম শুনে থাকবেন।

এই অ্যাপটিতে অনেক সব ফিচার রয়েছে যা কম্পিউটারের কোন সফটওয়্যারের চেয়ে কম নয়। কম্পিউটারের জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যামটাসিয়া এর সাথে কাইনমাস্টারের তুলনা করতে পারেন।

কম্পিউটারে যদি ক্যামটাসিয়া ব্যবহার করতে চান তাহলে এটি একটিভ করার জন্য লাইসেন্স কি প্রয়োজন। ফ্রিতে লাইসেন্স কি নিতে এই পোস্টটি পড়ুনঃ ক্যামটাসিয়া সফটওয়্যারের ৫০ টি সিরিয়াল কি ফ্রি ডাউনলোড করে নিন

মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য সেরা অ্যাপ নিয়ে আলোচনা

মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য সেরা অ্যাপ হলো কাইনমাস্টার (Kinemaster)। অন্য সকল অ্যাপ থাকা সত্ত্বেও এই অ্যাপটি সেরা হওয়ার প্রধান কারণ হলো এর ফিচার সমূহ এবং এর ইউজার ইন্টারফেস। অত্যাধুনিক সব ফিচার আপনি কাইনমাস্টার অ্যাপে পেয়ে যাবে এবং এর ইউজার ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি ও সহজতর। এবার আসুন কাইনমাস্টার অ্যাপের কিছু ফিচার সম্পর্কে জেনে নেই।

  1. মাল্টি লেয়ার সাপোর্টেড
  2. কিফ্রেম অ্যানিমেশন টুল
  3. গতি নিয়ন্ত্রণ এবং স্লো মশন ইফেক্ট
  4. ভিডিও ক্রপিং, ভয়েস যুক্ত, মিডিয়া লাইব্রেরি
  5. ৪ কে ২১৬০ তে ভিডিও সেভ করতে পারবেন ৩০ FPS এ
  6. ব্লেন্ডিং মোড
  7. ভিডিও রিভার্স
  8. টেক্সট, ইমেজ ইত্যাদি যুক্তকরণ
  9. ক্রোমা কি
  10. ভিডিও ট্রিম, বিভিন্ন ইফেক্ট

এসব ছাড়াও আরো অনেক ফিচার রয়েছে কাইনমাস্টারে ভিডিও এডিটিং অ্যাপটিতে যা এটিকে সেরা একটি ভিডিও সম্পাদন করার অ্যাপ বানিয়েছে।

এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে এটি কি ফ্রি অ্যাপ? নাকি পেইড আর এটিকে ডাউনলোডই বা কিভাবে করব! সে প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছি।

কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ ডাউনলোড

কাইনমাস্টার অ্যাপের ফ্রি ও পেইড ভার্সন দুটিই রয়েছে। আপনি খুব সহজে প্লেস্টোর থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করতে পারবেন। আর চাইলে পেইড ভার্সনে অ্যাপটিকে আপডেট করে নিতে পারবেন।

ফ্রি ভার্সন ব্যবহার করলে অনেক ফিচার লক অবস্থায় থাকবে এবং ভিডিও সেভ করলে কাইনমাস্টারের লোগো থেকে যাবে। আপনি যদি ফ্রি টাকা ছাড়া পেইড ভার্সন ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে কাইনমাস্টারের মোড ভার্সন ব্যবহার করতে পারেন। ফ্রি ও মোড দুটিরই লিংক আমি দিয়ে দিচ্ছি।

কাইনমাস্টার ফ্রি ভার্সন ডাউনলোডঃ https://play.google.com/store/apps/details?id=com.nexstreaming.app.kinemasterfree

কাইনমাস্টার প্রিমিয়াম ভার্সন ফ্রি ডাউনলোডঃ Kinemaster Mod Apk Download


এই ছিল আজকের পোস্ট আশা করছি আপনার ভালো লেগেছে। এখন কাইমাস্টার অ্যপটি ব্যবহার করে দেখুন আসলেই কি এটি ভিডিও এডিটিং এর জন্য সেরা মোবাইল অ্যাপ্লিকেশন!! আর আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।


Post a Comment

0 Comments