Ticker

10/recent/ticker-posts

হ্যাপি নিউ ইয়ার মেসেজ স্ট্যাটাস কিছু বার্তা ২০২৩

একটি বছর যখন আমাদের সবার কাছ থেকে চলে যায় তখন আমাদের সবার মনটা অনেক খারাপ থাকে এবং এই খারাপ সময়টা যখন আমরা বুঝতে পারি তখন আমরা অনেক কিছু শিক্ষালাভ করি আর এই শিক্ষা থেকে নতুন বছরে আমরা অনেক কিছু বদলে নতুন করে আবার সক্ষমতা অর্জন করে থাকি। যেহেতু একটি বছরকে আমরা নানান ভাবে বিদায় দেই অনেকেই আবার তারা বছরে যেসব বিষয় নিয়ে কাজ করেছে এসব বিষয়কে তারা এই বছরে স্মরণীয় করে ধরে রাখবে। আর এই স্মরণীয় দিনগুলো চাইবে নতুন বছরে কাজে লাগাতে এতে করে নতুন বছরে তারা তাদের স্মরণীয় দিনগুলো এসব থেকে শিক্ষা নিয়ে নতুন বছরের পুরোটা বছর ভালোভাবে কাটিয়ে নিবে। অতীতের বছরটি যেসব স্বপ্ন পূরণ হয় নি নতুন বছরে চাইবে সেসব স্বপ্ন পূরণ করতে আর নতুন বছরে নতুন দিনে মানুষ তাদের লক্ষ্য নিয়ে কাজ করবে এবং সেই লক্ষ্য নিয়ে সামনের পথে এগিয়ে যেতে চাইবে। নতুন বছরে নতুন দিনে আগামী পথটা যেন ও সবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আসলে আমাদের সেই লক্ষ্য নিজের মতো করে দায়িত্ত্ব নিয়ে কাজ করে যেতে হবে এতে করে মানুষের নতুন বছরটি অনেক সুন্দর হবে যদি লক্ষ্য সঠিক হয়। তাই সবার লক্ষ্য সূর্যের পথে যেতে হলে অনেক কঠোর কাজ করতে হবে এই নতুন বছরে।নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক

তোমার জীবন পাখিদের আনন্দ কলতানে।

           হ্যাপি নিউ ইয়ার।

সবার প্রতিদিন

      হোক

   আনন্দময়,

সবাইকে হ্যাপি নিউ

  ইয়ারের শুভেচ্ছা।
       ফুটে ওঠো ফুলের মতন আর

যেখানেই যাও তোমার সুবাস ছড়িয়ে দাও

                  হ্যাপি নিউ ইয়ার।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা

তুমি ও তোমার পরিবার যেন সকল

              সময়ে সুখী থাকো,

                হ্যাপি নিউ ইয়ার।নতুন প্রভাতের নতুন

      আলোকে

স্বাগত জানাই এই

      ধরণীকে।

আনন্দ মনে বারিনু তোমারে

  অগ্রিম হ্যাপি নিউ ইয়ার।
সবার সামনের বছর

গুলো ভালো কাটুক

সবাইকে জানাই নতুন

বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার।
অতীতের বছরটি সবার কাছে অনেক রকম পারে কারো জন্য এই বছরটি স্বপনের মতো ছিল কারো জন্য অনেক কষ্টের বছর ছিল তাই উভয় মানুষের জন্য অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে স্বপ্নকে কাজে লাগাতে হলে এখন থেকে আমাদের কাজ করতে হবে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবার সাথে হাসি খুশি থেকে আমাদের নতুন বছরটি শুরু করতে হবে তাহলে হয়ত আমরা আমাদের লক্ষ্য অর্জনে পৌঁছাতে পারব বলে আশা করা যায়।
নতুন বছরে নতুন দিনে আমরা আমাদের সকল রাগ ভেঙে সবার সাথে মিলেমিশে নতুন বছরটি শুরু করুন এতে করে আপনার সামনের পথ আরো ভালো হবে এবং নতুন করে স্বপ্ন বাস্তবায়নের সবাই থাকবে। নতুন বছর করে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে যে বছরই চলে যায় আর কখনো ফিরে আসবে না তাই নতুন বছরের পুরো বছরটি উপভোগের মাধ্যমে কাটিয়ে দেন। নতুন বছর কাটিয়ে  দেওয়ার মধ্যে আলাদা একটি আনন্দ পাওয়া যায় যদি আপনি নজর দিয়ে মাসের পর মাস দিনের পর দিন ভালোভাবে আনন্দ করতে পারেন। 

Post a Comment

0 Comments