বিএনপি ২০২৩ সালে ক্ষমতায় আসার সম্ভবনা কতটুকু:- Tipsrain

বেগম খালেদা জিয়ার বক্তব্যঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন আসলে বাংলাদেশ ছোট একটি দেশ এবং জনসংখ্যার দিক থেকে অনেক বেশি সমস্যা অনেক অনেক সমস্যা সেই জন্য এখন থেকে বেগম খালেদা জিয়া পজিশনে আছেন কাজ করার আমি অনেক পরিকল্পনা করে ফেলেছি আমাদের একটু সময় আছে কাজ করার। বিশেষ করে এখন যদি দেখেন তাবলে প্রতি পদে পদে দেখবেন সবচেয়ে বড় সমস্যা যে জিনিসপত্রের দাম অনেক বেশি যে আজকে গরিব লোক বটেই গরিব লোকদের অত্যন্ত খারাপ অবস্থা তারা হয়ত এক বেলা ঠিক মতো খেতে পারছে না মধ্যবিত্তরা ও ক্ষতিগ্রস্ত নিম্নমধ্যবিত্তরা ও ক্ষতিগ্রস্থ। 



এবং কি ধনী ব্যক্তিরাও ক্ষতির সম্মুখীন সেই আমাদের চিন্তা করতে হবে যে খাদ্য বা জিনিসের দাম কমাতে হবে আমি আওয়ামীলীগের সরকারের আওয়ামীলীগ দলের মতো মিথ্যা আশা দিতে চাই না আমাদের সেই অভ্যাসটা নেই বিএনপি কখনো দেশের জনগনের ক্ষতি করতে চায় না তারা কিভাবে দেশকে এগিয়ে নিতে চায় সেই লক্ষ্য নিয়ে কাজ করবে। আমরা যা পারবো সেটাই করব অব্যশই আমরা যদি চেষ্টা করি সকলকে সহযোগিতা করতে হবে তাহলে খাদ্যের জিনিসের দাম অনেকটাই কমে যেতে পারে। সেই জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে জিনিসপত্রের দাম কমাতে হবে এর থেকে আরেকটা জিনিস কর্মসংস্থান সৃষ্টি করতে হবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। 


শহরমুখী নয় শুধু এখন আমাদের নিয়ে যেতে হবে গ্রামের সাধারণ জনগনের প্রতি আমাদের খেয়াল বা নজর দিতে হবে ছোট ছোট প্রকল্প যদি গড়ে দিতে পারি মানুষকে চেষ্টা করতে হবে। সকল ধরণের সুযোগ সুবিধা দেওয়া যাতে মানুষ সেখানে শহরে না এসে রাজধানীতে না এসে গ্রামে থেকে কাজ করে এবং কৃষক যেমন কৃষক কৃষি কাজ করে উৎপাদন করছে কৃষককে আমাদের দেখতে হবে যে উৎপাদন করছে সেই খরচটা যাতে উঠে থাকে এসব কাজ করে তার পুরো সংসারটা চালাতে হবে ছেলেদের পড়াশুনার খরচ থেকে সবকিছু থাকে একই বহন করতে হবে সেই জন্য আমাদের মূল লক্ষ গ্রামের মানুষের প্রতি সজাগ রাখতে হবে। 



যাতে তার উৎপাদনের খরচটা উঠে আসে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দিতে হবে আমাদের মতো গরিব দেশে সরকার যদি পাশে না থাকে গরিব অসহায় মানুষের প্রতি সাহায্য করতে হবে হয়তবা ধনী কৃষক যারা আছেন তারা পারবে কিন্তু আমাদের দেশে বেশিরভাগ কৃষক হচ্ছেন গরিব সুলভমূল্য জিনিসগুলো পায় সেই ব্যবস্থা করতে হবে শহীদ জিয়াউর রহমান কর্মসূচিগুলো নিয়েছেন সেই কর্মসূচিগুলো আজকে এই দেশে এরশাদ এসে বন্ধ করে দিয়েছে পরবর্তীতে আমরা শুরু করেছিলাম এবং আবার যখন আওয়ামীলীগ এসেছে বন্ধ করে দিয়েছে।

 


বিএনপির সম্ভবনা ক্ষমতাঃ এই ধারাবাহিকতা যদি আমরা ২০২৩ সালে না করতে পারি তাহলে দেখা যাবে যে দেশের মানুষের এতো ছোট দেশের সাধারণ মানুষের কি অবস্থা হবে তাই আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে জিনিসপত্রের দাম অনেকটাই কমে যাবে। আমরা সব সময় চেষ্টা করব যাতে একেবারেই নিম্নশ্রেণীর মানুষের কথা আমাদের খেয়ার রাখতে হবে কারণ দেখা যাবে আমরা যেকোনো উপায়ে খাদ্য জিনিসপত্র কেনার মতো সামর্থ্য থাকবে কিন্তু গরিব মানুষের কি হবে। 



আমরা যদি একটু নজর দেই তাহলে দেশের মানুষ বা সাধারণ মানুষের অভাব একটু হলেও কমে যাবে এসব কথা বেগম খালেদা জিয়া বলেছেন তার এসব কথার মধ্যে যুক্তি আছে রহস্য আছে তিনি গ্রামের উন্নয়নের কথা তার পাশাপাশি দেশের মানুষের মূল যে জিনিস সেটা হচ্ছে বর্তমান সময়ে খাদ্যের দাম বেড়ে গেছে তিনি ক্ষমতায় আসলে চেষ্টা করবেন দাম কমানোর।

Tags

Post a Comment

0 Comments