কীভাবে ফাইবার একাউন্ট করবেন ?

আমরা সকলে জানি যে ফাইবার হলো একটি মার্কেটপ্লেস । এখানে আমরা বিভিন্ন রকমে সার্ভিস নিতে এবং সার্ভিস দিতে পারি । আর এর জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো প্রথমে ফাইবার একাউন্ট করতে হবে তারপরে সার্ভিস দেওয়া জন্য সার্ভিস বা সেবার একটি গিগ তৈরি করতে হবে ।

কীভাবে ফাইবার একাউন্ট করবেন ?
কীভাবে ফাইবার একাউন্ট করবেন ?

ফাইবারের সকল টিপস পেতে এখানে ক্লিক করুন

ফাইবারে একাউন্ট করার করার নিয়ম ঃ

ফাইবারে একাউন্ট করার জন্য তেমন কিছু প্রয়োজনীয় জিনিসের দরকার নেই তবে দরকার হলো সঠিক তথ্যের । যে কোন সাইটে একাউন্ট তৈরি করতে দরকার হয় সঠিক তথ্যের । আর তেমনি এখানে আমরা সঠিক তথ্যের দ্বারা আমাদের একটি ফাইবার একাউন্ট তৈরি করা শিখব । আর এই জন্য আমাদেরকে লক্ষ যে কাজ করতে হবে ।


প্রথমে এখানে আমরা যা করব তা হলো আমাদের ই-মেইল একাউন্ট ব্যবহার করে ফাইবার একাউন্ট তৈরি করব । এবার www.fiverr.com এই সাইটে প্রবেশ করব । তারপরে আমরা উপরের কোনার দিকে দেখব জয়েন বাটন রয়েছে । এবারে জয়েন বাটনে ক্লিক করব । তারপরে আমরা আমাদের ই-মেইল একাউন্টটি দিব ।

এবারে আমাদের ই-মেইল এ ফাইবার থেকে একটি মেইল আসবে । এই মেইল এ একটি লিংক ভেরিফিকেসন এর জন্য লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আমরা ভেরিফিকেসনটা শেষ করব ।

এবারে আমাদের কাছে আমাদের ইউজার নাম দিতে হবে যা অন্যকোন একাউন্ট এর সাথে মিল থাকবে না । আর এর পরে আমরা আমাদের ফুল নাম বা পুরো নাম দিব অর্থাৎ আমাদের জাতীয় পরিচয় পত্রে যে নাম দেওয়া আছে সেই নাম।

তারপরে পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের ফাইবার একাউন্ট তৈরির কাজটা শেষ করব । একাউন্ট খোলা হলে আমাদের প্রফাইল এ গিয়ে আমাদের নিজের ছবি দিয়ে দিব । এতে করে একাউন্টের গুনগত মান অনেক বাড়ে ।




Post a Comment

3 Comments

thanks for your comment.